রহমতের শেষ দিনে ছোট্ট এই দোয়াটি পাঠ করলে আল্লাহর নৈকট্যলাভ হয়

রহমতের শেষ দিনে ছোট্ট এই দোয়াটি পাঠ করলে আল্লাহর নৈকট্যলাভ হয়
.পবিত্র রমজানের প্রথম দশকের শেষ দিন আজ। এবারের মতো রহমতের শেষ দিনে আল্লাহর রহমত লাভের জন্য বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবেন বান্দারা। ১০ম রমজানের দোয়ার দোয়াটি তুলে ধরা হলো- .
.
ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﻌﺎﺷﺮ : ﺍَﻟﻠّـﻬُﻢَّ ﺍﺟْﻌَﻠْﻨﻲ ﻓﻴﻪِ ﻣِﻦَ ﺍﻟْﻤُﺘَﻮَﻛِّﻠﻴﻦَ ﻋَﻠَﻴْﻚَ، ﻭَﺍﺟْﻌَﻠْﻨﻲ ﻓﻴﻪِ ﻣِﻦَ ﺍﻟْﻔﺎﺋِﺰﻳﻦَ ﻟَﺪَﻳْﻚَ، ﻭَﺍﺟْﻌَﻠْﻨﻲ ﻓﻴﻪِ ﻣِﻦَ ﺍﻟْﻤُﻘَﺮَّﺑﻴﻦَ ﺍِﻟَﻴْﻚَ، ﺑِﺎِﺣْﺴﺎﻧِﻚَ ﻳﺎ ﻏﺎﻳَﺔَ ﺍﻟﻄّﺎﻟِﺒﻴﻦَ .
.

.
উচ্চারণ : আল্লাহুম্মাঝ আ’লনি ফিহি মিনাল মুতাওয়াক্কিলিনা আ’লাইকা; ওয়াঝআ’লনি ফিহি মিনাল ফাইযিনা লাদাইকা; ওয়াঝআ’লনি ফিহি মিনাল মুক্বাররাবিনা ইলাইকা; বিইহসানিকা ইয়া গাইয়াতিত
ত্বালিবিন।
.
.
অর্থ : হে আল্লাহ! তোমার প্রতি যারা ভরসা করেছে আমাকে সেই ভরসাকারীদের অন্তর্ভূক্ত কর। তোমার অনুগ্রহের মাধ্যমে আমাকে শামিল করো সফলকামদের মধ্যে এবং আমাকে তোমার নৈকট্যলাভকারী বান্দাদের অন্তর্ভূক্ত করে নাও। হে অনুসন্ধানকারীদের শেষ গন্তব্য।
.
.
মহান আল্লাহ তায়ালা যেন সব মুসলমানকে তার খাস রহমত দান করেন।
আমিন

No comments:

Post a Comment