ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কী? কোথায় ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখবেন

বর্তমান সময়ে ফ্রীল্যান্সিং এর সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস কে সংক্ষিপ্ত করে বলে (CMS)। বর্তমানে শতকরা প্রায় ৮০ ভাগ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম ব্যবহার করে যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত একটি ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। সারা বিশ্বজুড়ে ওয়ার্ডপ্রেস ব্যবহারের মাধ্যমে অসংখ্য ওয়েবসাইট তৈরী হচ্ছে। ফলে প্রতিনিয়ত বেড়েই চলেছে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা। সুতরাং ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের মাধ্যমেই আপনি গড়ে তুলতে পারেন আপনার সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।
ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের চাহিদাঃ

ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এবং ডেভেলপারদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে অসংখ্য ওয়ার্ডপ্রেস থিম তৈরী করা হচ্ছে। একটি পরিসংখ্যানে দেখা যায় যে ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের মধ্যে শতকরা ৪০ ভাগ প্রিমিয়াম থিম ব্যবহার করে বা কাস্টোমাইজ থিম ব্যবহার করে। ভালো মানের প্রিমিয়াম থিম তৈরী করতে পারলে অবশ্যই সেটি ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেসে অনেকবার বিক্রয় করা সম্ভব। প্রতিদিন প্রায় ১ লাখ নতুন ওয়েবসাইট তৈরী করা হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। সুতরাং এদের মধ্যে ৪০ ভাগ ব্যবহারকারী ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করে তাহলে প্রতিদিন ৪০ হাজার ওয়ার্ডপ্রেস ক্রেতা তৈরী হচ্ছে। শুধু তাই নয় বরং ওয়ার্ডপ্রেস সাইট কাস্টোমাইজেশনের জন্য অনলাইন মার্কেটপ্লেসগুলিতে প্রচুর কাজ জমা পড়ে আছে। সুতরাং ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা যে আকাশ চুম্বী সেটি সহজেই বুঝা যায়।
কোথায় ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখবেন:
নিয়মিত ওয়ার্ডপ্রেস নিয়ে পড়াশোনা করা লাগবে। ডাব্লিউ পি টিউটস (নেটটিউটস), ওয়ার্ডপ্রেস বিগিনার, ডিগিং ইনটু ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ট্যাভার্ন, ওয়ার্ডপ্রেস এক্সপ্লোরার ইত্যাদি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখা উচিত এবং তাদের আপডেটগুলো ফলো করা দরকার। বিভিন্ন সময় অন্যদের তৈরী করা প্লাগইন নামিয়ে সেগুলোর কোড দেখা উচিত যাতে নিজের জ্ঞান সমৃদ্ধ হয়, প্রয়োজনের সময় যাতে সেটার প্রয়োগ করা যায়।
Sources:
1. http://wpapprentice.com
2. http://codex.wordpress.org
3. https://wordpress.org/support

Download : ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট ই-বুক
পরিশেষে মনে রাখা উচিত সেই ছোটবেলায় শেখা “পূঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নাহি বিদ্যা নাহি ধন হলে প্রয়োজন”। আপনার শিক্ষার ব্যবহারিক প্রয়োগ ঘটান, একজন সফল ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে নিজেকে তৈরী করে ফেলুন
আপনার জন্য শুভকামনা রইল।

No comments:

Post a Comment