রমজানের পরিপূর্ণ আমল ও সময়সূচী নিয়ে দারুন একটি এন্ড্রয়েড এপ্লিকেশন

আসছে পবিত্র মাহে রমজান। সবাইকে মাহে রমজানের অগ্রীম শুভেচ্ছা। রমাদান নিয়ে আগে পত্রিকায়, ব্লগে সময়সূচী নিয়ে ক্যালেন্ডার বের হতো, এখনো হয় তবে এখন এসবের চেয়ে এন্ড্রয়েড এপ্লিকেশনের জনপ্রিয়তা বেশী। প্রত্যেকের হাতে হাতেই চলে আসছে। শুধু কি ক্যালেন্ডার? সাথে এলার্মিং ফিচার, রমজানের আমল সূরাহ, ফযীলত, বিধি নিষেদ সহ দারুন সব ফিচার থাকছে এপ্লিকেশন গুলোতে।
এরকম ই একটি এপ্লিকেশনের কথাই বলছি আজ। রমাদান আমল নামের এই এপ্লিকেশনটি দারুন সব ফিচার নিয়ে ডেভেলপ করা হয়েছে।





এপ্লিকেশনটিতে পবিত্র রমজানের সঠিক এবং ইসলামি শরিয়ত ভিত্তিক প্রকৃত নিয়ম কানুন, বিধি নিষেদের নির্দেশনা দেয়া হয়েছে। পবিত্র রমজানের ইফতার সেহরী, তারাবির নামাজ, ঈদের নামাযের সঠিক নিয়্যত নিয়ম কানুন সন্নিবেশিত আছে। আছে পবিত্র কোরআন এর ফযীলত পূর্ণ ১৫টির মত ছোট সূরাহ। সূরাহ গুলো আরবী, বাংলা উচ্চারন, অর্থ সহ সুন্দর ভাবে বর্ণ্না করা হয়েছে। আর সময়সূচী তো থাকছেই। সময়সূচী জেলাভিত্তিক ভাবে সংযুক্ত করা হয়েছে। রোযার কাফফারা সম্পর্কিত সব নিয়ম কানুন, কখন কাফফারা দিতে হয়, কিভাবে দিতে হয় এসব নিয়ম কানুন সহীহ শুদ্ধ ভাবে সংযুক্ত করা হয়েছে।




এপ্লিকেশনটিতে সন্নিবেশিত করা হয়েছে ডিজিটাল তাসবীহ। যাতে যে কেউ সহজেই কোন জিকির কিংবা কোন দোয়ার আমল কতবার পড়তে হবে, কতবার পড়া হয়েছে তার হিসেব রাখতে পারে।





আশা করি ভালো লাগবে এবং অনেকেই উপকৃত হবেন এই এপ্লিকেশনটি থেকে। এপ্লিকেশনটি পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন কিংবা প্লেস্টোরে খুজে পেতে সার্চ করুনঃ auxiliaryit লিখে।।

এপ্লস টির ডাউনলোড লিংকঃ  এখানে

No comments:

Post a Comment