পুরুষের তুলনায় মহিলারা বেশিদিন বাঁচে! কারণগুলো কি জানেন?

বিশ্বব্যাপী বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে মহিলারা পুরুষদের তুলনায় দীর্ঘজীবী হন। পুরুষদের চেয়ে তারা বেশিদিন বেঁচে থাকেন। যতই মহিলাদের পুরুষের তুলনায় দুর্বল মনে করার ভুলধারণা অতীত এখন, গবেষনা বলছে পুরুষদের তুলনায় মহিলারা ৫-৬ বছর বেশি বাঁচেন।
গবেষণায় দেখা গিয়েছে বিশ্বের দীর্ঘজীবী ৩৪ জনের মধ্যে মাত্র ২ জন পুরুষ।
এটা সত্যি যে পুরুষরা মহিলাদের চেয়ে বেশি জোরে দৌড়তে পারে। মহিলাদের তুলনায় বেশি ওজন তুলতে পারে, তবে জীবন দৌড়ে কিন্তু মহিলারাই এগিয়ে।
কিন্তু এর পিছনে কারণগুলি কী তা কি জানেন। জানতে হলে চোখ রাখুন নিচের স্লাইডে।



গর্ভে থাকাকালীন গর্ভে থাকাকালীন কন্যা ভ্রূণের বৃদ্ধির হার অপেক্ষাকৃত বেশি। শারীরিকভাবে পরিপক্ক অবস্থাতে জন্ম নেয় কন্যা সন্তান। সেখানে পুত্র সন্তানের জন্মের পরও তার শারীরিক গঠন হতে থাকে।

No comments:

Post a Comment