আপনার ফেইসবুক আইডি হ্যাক হয়ে গেলে যা করনীয়

Image result for fb hack image
যারা জানেনা তাদের জন্য_____ এই
প্রযুক্তির দুনিয়ায় কোনও পাসওয়ার্ডই ফুল প্রুফড
নয়। আপনি যতই ‘হযবরল’ পাসওয়ার্ড ব্যবহার করে
নিশ্চিন্তে থাকুন, ততই ব্যাপারটা ফসকা গেরো।
হ্যাকাররা এতটাই স্মার্ট। আপনি হয়তো অফিসে
কাজে ব্যস্ত। কিংবা কয়েক দিন হয়ে , ফেসবুক
লগ ইন করেননি। হঠাত্ আপনার কোনও বন্ধু

ফোন করে জানালেন, আপনার ফেসবুক
দেওয়াল অশ্লীল ছবিতে ছেয়ে গিয়েছে।
কিংবা আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে মেসেজ
পাঠানো হয়েছে। অর্থাত্, আপনার ফেসবুক
অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।
হামেশাই হচ্ছে এরকম। ঘাবড়ে যাবেন না। দেরি
না-করে কয়েকটি কাজ চটজলদি করে
ফেললেই বেঁচে যাবে আপনার অ্যাকাউন্ট।
বেশি নয়, ৪টি কাজ সেরে ফেললেই হল।
হ্যাকাররা আর আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে
পারবে না।
১. পাসওয়ার্ড পরিবর্তন যদি দেখেন, আপনার
পুরনো পাসওয়ার্ডটিও হ্যাকড হয়েছে, তাহলে
স্রেফ পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন।
অ্যাকাউন্ট সেটিংস-এই অপশন পেয়ে যাবেন। না-
হলে ফরগট পাসওয়ার্ডে গিয়ে নতুন পাসওয়ার্ড
তৈরি করে ফেলুন দেরি না-করে।

No comments:

Post a Comment