বাংলা সাহিত্য

# ষোল #
....................­..................
আধুনিক যুগের কবি-সাহিত্যিক
....................­.................
→ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা - আব্দুল গাফফার চৌধুরী। এ গানের প্রথম সুরকার আবদুল লতিফ, বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
→ বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘পলাশী থেকে ধানমন্ডি’ (২০০৭) এর কাহিনী লেখক- আব্দুল গাফফার চৌধুরী।
→ তার রচিত উপন্যাস – চন্দ্রদ্বীপের উপাখ্যান (১৯৬০), নাম না জানা ভোর (১৯৬২), নীল যমুনা (১৯৬৪), শেষ রাত্রির চাঁদ (১৯৭৬)।
→ গল্পগ্রন্থ – কৃষ্ণপক্ষ, সম্রাটের ছবি, সুন্দর হে সুন্দর।
→ ১৯৭৪ সালে স্ত্রীর চিকিৎসার জন্য লন্ডনে যান। আর দেশে ফিরেন নি।

....................­...................
→ আব্দুল মান্নান সৈয়দের ছদ্মনাম- আশোক সৈয়দ।
→ তার রচিত কাব্য- জ্যোৎস্না রৌদ্রের চিকিৎসা (১৯৬৯), পার্ক স্ট্রিটে এক রাত্রি (১৯৮৩), পরাবাস্তব কবিতা (১৯৮৪)।
→ উপন্যাস- পরিপ্রেক্ষিতের দাসদাসী (১৯৭৪), পোড়ামাটির কাজ (১৯৮২), ক্ষুধা প্রেম আগুন (১৯৯৪)
→ গল্প- সত্যের মতো বদমাশ (১৯৬৮), একরাত্রি, মার্চ।
→ তিনি বাংলাদেশের প্রথম – পোয়েট ইন রেসিডেন্ট।
....................­....................­.
→ সাহিত্যিক আবদুল হকের উপাধি- কলম সৈনিক
→ তার রচিত প্রবন্ধগ্রন্থ- ক্রান্তিকাল (১৯৬২), ভাষা আন্দোলনের আদিপর্ব, চেতনার অ্যালবাম ও বিবিধ প্রসঙ্গ।
....................­....................­..
→ আব্দুল্লাহ আল মামুন একজন- নাট্যকার।
→ তার রচিত নাটক- সুবচন নির্বাসনে (১৯৭৪), শাহজাদীর কালো নেকাব (১৯৭৮), এখনও ক্রীতদাস (১৯৮৪), কোকিলারা (১৯৯০)।
→ উপন্যাস- মানব তোমার সারা জীবন (১৯৮৮), হায় পার্বতী (১৯৯১), খলনায়ক (১৯৯৭)।

No comments:

Post a Comment