৫৭,৫০০ পদে শিক্ষক ও কর্মচারি নিয়োগ ২০২০
সরকারী মাধ্যমিকঃ প্রায় ৬৮০ টি মাধ্যমিক বিদ্যালয়
বেসরকারি / এমপিওভুক্তঃ প্রায় ১৩,২০০ টি মাধ্যমিক বিদ্যালয়
শিক্ষক পদঃ ট্রেড ইন্সট্রাকটর ( ২৮ হাজার + + পদ )
কর্মচারি পদঃ ল্যাব এসিস্ট্যান্ট ( ২৮ হাজার + + পদ )
৫৭,৫০০ পদে শিক্ষক ও কর্মচারি নিয়োগ ২০২০
সরকারী মাধ্যমিকঃ প্রায় ৬৮০ টি মাধ্যমিক বিদ্যালয়
বেসরকারি / এমপিওভুক্তঃ প্রায় ১৩,২০০ টি মাধ্যমিক বিদ্যালয়
শিক্ষক পদঃ ট্রেড ইন্সট্রাকটর ( ২৮ হাজার + + পদ )
কর্মচারি পদঃ ল্যাব এসিস্ট্যান্ট ( ২৮ হাজার + + পদ )
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রাক প্রাথমিকে ২৫ হাজার ৬৩০ জন এবং প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে ৬ হাজার ৯৪৭ জনকে এ বিজ্ঞপ্তির আলোকে নিয়োগ দেয়া হবে। আগামীকাল ২০ অক্টোবর অনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশের কথা থাকলেও সোমবার (১৯ অক্টোবর) সে বিজ্ঞপ্তি প্রস্তুত করে ফেলেছে অধিদপ্তর। তার একটি কপি দৈনিক শিক্ষাডটকমের হাতে এসেছে।
জানা যায়, প্রাথমিকের ইতিহাসে এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। সৃষ্ট পদ এবং শূন্য পদ মিলিয়ে ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নতুন নিয়োগ নীতিমালা অনুযায়ী এবারই প্রথমবারের মতো স্নাতক পাস ছাড়া আবেদন করতে পারবে না নারী প্রার্থীরা। পুরুষ প্রার্থীদের আবেদনের যোগ্যতা আগের মতোই স্নাতক পাস থাকছে।